শৈত্যপ্রবাহের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আলু ও বাদাম চাষীদের দুঃস্চিন্তা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
উত্তরের জেলা কুড়িগ্রামের রৌমারীতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়েছে জনজীবন ।
ফাল্গুনের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় হঠাৎ এই বৃষ্টি রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত ৬ ঘন্টায় কুড়িগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরকম আবহাওয়া আগামীকাল পর্যন্ত থাকার পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।
মৃদু শৈতপ্রবাহের মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঠান্ডা বাতাস দিনের তাপমাত্রা কমিয়ে এনেছে। সুবল চন্দ্র জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং বিকেল ৩ টায় ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়া প্রবাহিত হওয়ার ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।
চলমান পরিস্থিতিতে সীমিত হয়েছে শহরে যানবাহন ও মানুষ চলাচল। পাশাপাশি বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের। অন্যদিকে প্রতিকূল আবহাওয়ায় আলু চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রামের রৌমারীর বাসীন্দা রিকশা চালক জহুরুল হক বলেন, কায়েকদিন থেকে বৈরী আবহাওয়ার রিকশা চালানোর কারনে কিছুটা অসুস্থ। আজকে বৃষ্টির জন্য ইনকাম নাই। ঠান্ডাও বেশি।
উপজেলা বাজারের ওষুধ বিক্রেতা এরশাদুল হক বলেন, বৃষ্টির কারণে লোকজন বাড়িতে আটকা আছে। তাই আজকে নাই বললেই চলে।
কুড়িগ্রামের রৌমারীর বাসিন্দা অটোরিকশা চালক নছর আলী বলেন, ‘ঠান্ডার উপর বৃষ্টি, সকাল থেকেই যাত্রী নাই বললেই চলে। সবারেই ভোগান্তি বেশি হচ্ছে’।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫