|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:১০ অপরাহ্ণ

ভারতের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না: ড. আসাদুজ্জামান রিপন


ভারতের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না: ড. আসাদুজ্জামান রিপন


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের জনগণ আর ভারতের দাদাগিরি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
 

আসাদুজ্জামান রিপন বলেন, "বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে, যা সবাইকে মেনে নিতে হবে। তবে, দেশের জনগণ আর ভারতের দাদাগিরি মেনে নেবে না, সেটাও আমাদের মেনে নিতে হবে। আমরা ভারতকে আমাদের সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চাই, এবং তাদের সেই অনুযায়ী আচরণ করতে হবে।"
 

তিনি আরও বলেন, "ভারত আমাদের দেশকে একটি সাম্প্রদায়িক ও ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তারা আমাদের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে, অথচ আমরা কেন তাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারি না?"
 

ড. রিপন যোগ করেন, "তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পাহারাদার হিসেবে থাকতে হবে, কারণ এই নির্বাচন মোটেও সহজ হবে না। ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ষড়যন্ত্র থেমে নেই। তাদের দোসররা এখনও গোপনে অবস্থান করছে।"
 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫