মহানন্দা ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১২টি চোরাই মোবাইল ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক
 
                    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুই অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে।
 
বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান দমন ও যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক।
 
গত ২৯ অক্টোবর ২০২৫ বিকেল থেকে রাত পর্যন্ত চালানো দুই অভিযানে, শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে প্রথম অভিযানে বিভিন্ন মডেলের ১২টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। আটক সামগ্রী নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর প্রক্রিয়াধীন।
 
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
