|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি


ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি


ঢাকা প্রেস নিউজ

 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদি ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংযুক্ত করা যায়, তাহলে ভোটের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
 

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও জানান, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার প্রস্তাব নির্বাচন কমিশন ইতোমধ্যে দিয়েছে।
 

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, কিছু সংস্কারের পর ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি সে হিসাবেই নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫