ডিসেম্বরে নির্বাচন ও রোডম্যাপ চেয়ে বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি ও বাংলাদেশ লেবার পার্টি। নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত একটি রোডম্যাপ চায় দল দুটি। এই প্রেক্ষিতে বিএনপিকে একটি জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টি।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক বৈঠকে বসে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ডান, বাম ও ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অন্যদিকে, জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে উপস্থিত ছিলেন এনপিপি চেয়ারম্যান ও জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের বেশি সময় অপেক্ষা করার যৌক্তিকতা দেখি না। সরকার বলছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—এর মানে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তাই আমরা বলছি, ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হোক।”
তিনি আরও বলেন, “সরকার ডিসেম্বর থেকে জুন বলছে আর আমরা বলছি ডিসেম্বর—পার্থক্য তো মাত্র কয়েক মাসের। তাই আমরা চাই, স্পষ্টভাবে একটি তারিখ নির্ধারণ করে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক।”
এ সময় প্রশাসনে বিএনপির লোক বসে আছে—নতুন দল এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “এই অভিযোগ যিনি করেছেন, তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে কি তারাই বিএনপির লোক বসিয়েছেন? বরং বিগত সরকার বিএনপিকে প্রশাসন থেকে সম্পূর্ণভাবে উৎখাত করেছিল। বৈষম্যের শিকার হয়ে অনেকেই চাকরি হারিয়েছিলেন, অথচ এখনও তাদের কেউ পদায়ন পাননি।”
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। এখন সময় এসেছে নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার। নির্বাচন কমিশন বলেছে, জুনের মধ্যে প্রস্তুত রয়েছে। সংস্কার কমিশনও বলেছে, মে মাসের মধ্যেই কাজ শেষ করবে। তাই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং এজন্য একটি জাতীয় কনভেনশনের প্রস্তাব দিয়েছি বিএনপিকে।”
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একত্র করে জাতীয় কনভেনশন ডাকার এখনই উপযুক্ত সময়। আমরা বিশ্বাস করি, বিএনপি আমাদের এই প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫