চাঁদাবাজির ঘটনায় দ্বন্দ্ব: হামলায় যুবকের মৃত্যু

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা তুলতে গিয়ে চাঁদাবাজদের অপর একটি গ্রুপের হামলায় ২৬ বছর বয়সী যুবক আবুল কালাম নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত আবুল কালাম নিজেও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈরের কালামপুর খাজারডেক এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমন নামে দুজনের নেতৃত্বে একটি গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকার আল্লাহর দান বেকারিতে চাঁদা দাবি করে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে আবুল কালাম ও শাহরিয়ারসহ কয়েকজন তাদের গ্রুপের অনুমতি না নিয়ে ওই বেকারিতে চাঁদা নিতে যান। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলের সঙ্গে বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালায়। এতে তারা মারধরের শিকার হন।
বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, “একটি বেকারিতে দুপক্ষের মধ্যে চাঁদা নিয়ে সংঘর্ষ ঘটে, এতে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫