|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:০৫ অপরাহ্ণ

মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ


মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে তিন দিন, আর ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাবসহ কয়েক ধরনের যানবাহন বন্ধ থাকবে ২৪ ঘণ্টা।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়।
 

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
 

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, ওষুধ ও চিকিৎসাসেবায় ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। পাশাপাশি বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা তাদের স্বজনদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী যান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
 

এ ছাড়া টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে। স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ কিংবা শিথিল করার ক্ষমতা রাখবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬