|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০১:০২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা: বিস্তারিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা: বিস্তারিত


ঢাকা প্রেস নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা: 


কোটা সংস্কারের দাবিতে
চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কক্ষে কক্ষে গিয়ে প্রচারপত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

প্রচারপত্রে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারে তাদের আন্তরিকতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখার অনুরোধ জানান ছাত্রলীগ নেতারা।

গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ 'পলিসি অ্যাডভোকেসি' ও 'ডোর টু ডোর ক্যাম্পেইন' শীর্ষক কর্মসূচি শুরু করার কথা জানায়।

কর্মসূচির মধ্যে রয়েছে:

  • সরকারি চাকরিতে কোটা বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সংগ্রহ
  • বিভিন্ন তথ্য–উপাত্তসংবলিত প্রচারপত্র বিতরণ
  • উন্মুক্ত আলোচনা
  • যৌক্তিক উপায় গ্রহণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মসূচি পরিহার করার জন্য প্রচার

গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে যান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। এ ছাড়া ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও গতকাল রাতে হলে হলে গেছেন।

গতকাল রাত ১১টার দিকে হলে হলে যাওয়া শুরু করেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। হলের কক্ষে কক্ষে গিয়ে তাঁরা 'সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের উদ্দেশ্যে ছাত্রলীগের আহ্বান' শীর্ষক প্রচারপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

প্রচারের পাশাপাশি হলে হলে ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের মধ্যে আম বিতরণ করেছেন বলে জানা গেছে।

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ রোববার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। আজ রোববার গণপদযাত্রা করে তাঁরা রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি পেশ করবেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫