|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৬ ফেব্রুয়ারি ) দুপুরে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুর রহমান খান অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। 


এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উপাধ্যক্ষ মোঃ সেলিম আহমেদ, চীফ ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) আফিদা রহমান, চীফ ইন্সট্রাক্টর (ফুড) ও বিভাগীয় প্রধান ড. আরিফুর আলম, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন দূর্গা চরন রায়, চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) মোঃ জাহাঙ্গীর আলম, চীফ ইন্সট্রাক্টর (টেক/আরএসি) আব্দুল মালেক, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন মোঃ অহিদুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক/গণিত) মোঃ মিজানুর রহমান, ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন মোঃ শহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রিক্যাল মোঃ সুবেল আলী, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মোঃ রেজুয়ানুল আরেফীন, ইন্সট্রাক্টর (টেক/আরএসি) শামসুন্নাহার সুলতানা, ইন্সট্রাক্টর (টেক/ফুড) মোঃ মোখলেছুর রহমান, ইন্সট্রাক্টর (টেক/ইলেক্ট্রনিক্স) মোঃ গোলাম মোস্তফা, ইন্সট্রাক্টর (নন-টেক) গণিত মোঃ আবদুল কাইউম ও ইন্সট্রাক্টর (নন-টেক) হিসাববিজ্ঞান মো. আজিজুর রহমান এবং সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুনিয়র ইন্সট্রাক্টর (নন-টেক) ইংরেজি মোঃ সুমন আহমেদ। 


এই ক্রীড়া প্রতিযোগিতায় ৪৫টির বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত নারীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫