চাঁদপুরে ইলিশ নিষেধাজ্ঞা অমান্যে ব্যাপক অভিযান: বিক্রেতাকে জরিমানা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের হাজীগঞ্জে ইলিশ মাছ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।
হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে পরিচালিত অভিযানে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই এ ধরনের ঘটনা ঘটে চাঁদপুরে ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫