|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৫:০৮ অপরাহ্ণ

শবনম ফারিয়ার হতাশার বার্তা: নেটদুনিয়ায় তোলপাড়


শবনম ফারিয়ার হতাশার বার্তা: নেটদুনিয়ায় তোলপাড়


ঢাকা প্রেস, বিনোদন ডেস্ক:-


দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হতাশার অনুভূতি প্রকাশ করেছেন। রোববার (৩ নভেম্বর) দুপুরে তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।"

 

 

এই পোস্টটি প্রকাশের পর থেকেই নেটপাঠকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই পোস্টটি আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাম্প্রতিক ঘটনার সাথে সম্পর্কিত বলে মনে করছেন। সম্প্রতি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন মেহজাবীন চৌধুরী।

শবনম ফারিয়া মূলত একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই হতাশার বার্তা অনুরাগীদের মনে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫