ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ নভেম্বর), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ জারি করেন। একইসঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।
বর্তমানে রাজধানী ঢাকায় প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। এছাড়া, পুরোনো প্যাডেলচালিত রিকশাগুলোতেও ব্যাটারি লাগিয়ে এগুলোকে যান্ত্রিক রূপ দেওয়া হচ্ছে।
রাজধানীর অলিগলিতে এসব ব্যাটারিচালিত রিকশার আধিক্য দেখা যায়, বিশেষ করে রাতে। সুযোগ পেলেই এরা মূল সড়কে নেমে পড়ে।
ব্যাটারিচালিত রিকশাগুলোর চলাচল সবচেয়ে বেশি দেখা যায় মানিকনগর, খিলগাঁও, মান্ডা, বাসাবো, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর ও বছিলায়।
এই ধরনের রিকশার কারণে রাজধানীতে প্রায়শই দুর্ঘটনা ঘটে, যাতে অনেকে আহত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। যদিও ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছে, তবুও এসব অবৈধ বাহনের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫