কুষ্টিয়ায় ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি ও সোনার গহনা

কুষ্টিয়া প্রতিনিধি:-
কুষ্টিয়ার কোর্ট রেলস্টেশনে যাত্রীবাহী একটি ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ও ভারতীয় স্বর্ণালঙ্কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিজিবির বিশেষ টহল দল তল্লাশি চালায়। অভিযানে ভারত থেকে আসা ৫০ মিলিলিটারের ৮ বোতল এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) ও ৯৪৮টি ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
বিজিবি-৪৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে মাদক ও সোনার গহনার একটি বড় চালান ঢাকা পাঠানো হচ্ছে। খবর পাওয়ার পরই কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত এলএসডি ও গহনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫