শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনী সম্মুখভাগে থেকে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসময় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের কোর্সে বিদেশি ৫৮ জনসহ মোট ৩১১ জন অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। নবীন কর্মকর্তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাসহ মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫