রাজাহাট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী

ঢাকা প্রেস
মোঃ হাফিজুর রহমান, রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজারহাট উপজেলা আয়োজিত প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর ) সকাল সাড়ে এগারোটা ঘটিকায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী বলেন গত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত আজকের এ কর্মসূচি।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।
আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম হোসেন, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদল আহবায়ক আকরামুল হক, সদস্য সচিব হিমু। এসময়ে উপস্থিত ছিলেন, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক শিমুল, রাজারহাট ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাসেল, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক লিমন ও ছিনাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক ময়েন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫