বাংলাদেশে পাঠানো ছয় ভারতীয়কে ফিরিয়ে না নেওয়ায় পশ্চিমবঙ্গে ক্ষোভ
অনলাইন ডেস্ক:-
বাংলাদেশে ঠেলে পাঠানো ছয় ভারতীয় নাগরিককে ফিরিয়ে না আনার ঘটনায় পশ্চিমবঙ্গে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ওই ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষ হলেও কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঞ্জা বলেন, “হাইকোর্টের নির্দেশ মানেনি কেন্দ্র। এই ছয়জনকে বাংলাদেশে পাঠানোই ছিল ভুল সিদ্ধান্ত।”
রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের এমপি সামিরুল ইসলাম বলেন, “বাংলাদেশের আদালতও জানিয়েছে, তারা বাংলাদেশি নন। আদালত তাদের নিজ দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। কিন্তু বিজেপি সরকার আইন ও সংবিধানের প্রতি দায়বদ্ধতা ভুলে গেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের জোরপূর্বক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। তারা কলকাতার বীরভূম জেলার বাসিন্দা ও ভারতীয় নাগরিক।”
উল্লেখ্য, সোনালী খাতুনের বাবা বদু শেখ ও সুইটি বেগমের ভাই আমির খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বাংলাদেশে পাঠানোর সময় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে’র স্মারকলিপিতে বর্ণিত পদ্ধতিগত নিয়ম অনুসরণ করা হয়নি।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও স্পষ্ট করে জানিয়েছে, নির্বাসনের প্রক্রিয়ায় আইনানুগ নিয়ম সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। আদালতের মতে, যে পদ্ধতিতে ছয়জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধিবিধান লঙ্ঘন করেছেন বলেই সন্দেহ হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫