|
প্রিন্টের সময়কালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০০ অপরাহ্ণ

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে


সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 


 

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
 

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে উপস্থিত হলে তাকে দেখতে ভিড় করেন বহু উৎসুক মানুষ।
 

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে প্রশাসনের একটি পুকুরের নামকরণসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় তাকে চোখ বেঁধে ধরে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মম নির্যাতন চালান তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। পরে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে রাতারাতি এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
 

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। টানা পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের আবেদন করতে মঙ্গলবার আদালতে হাজির হন সুলতানা পারভীন। তবে আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫