অভিষেক টেস্টে প্রথম উইকেট প্রাপ্তি হাসান মাহমুদের

হাসান মাহমুদ অভিষেক টেস্টের শুরুতেই উইকেট পেতে পারতেন। ২ বার সু্যোগ এসেছিল তার সামনে কিন্তু দুইবারই ক্যাচ ফেলে দেয়ায় এই সুযোগ নষ্ট হয়ে যায়। প্রথমে মাদুশকার ক্যাচ ফেলে দেয় মাহমুদুল হাসান জয়। এরপর সাকিব আল হাসান ফেলে দেন করুনারত্নের ক্যাচ।
মাদুশকা ফিফটি করে হাসান মাহমুদের থ্রোতে রান আউট হলেও করুনারত্নে দারুন খেলতে থাকেন।
অবশেষে ৫৬ তম ওভারের ১ম বলে করুনারত্নকে বোল্ড করেন হাসান মাহমুদ। এটিই তার টেষ্টের প্রথম উইকেট।
আউট হওয়ার আগে ১২৯ বল মোকাবেলা করে ৮৬ রান করেন। তার এই ইনিংসে ছিল ৮ টি চার ও ১ টি ছয়।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬৫ ওভারে ২উইকেট হারিয়ে ২৪৪ রান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫