|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৫:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৬:৪১ অপরাহ্ণ

ব্রাক্ষণ পাড়া-বুড়িচং ত্রাণ সামগ্রী বিতারণ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু


ব্রাক্ষণ পাড়া-বুড়িচং ত্রাণ সামগ্রী বিতারণ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু


 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ


 

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নির্দেশে বন্যার শুরু থেকেই ব্রাহ্মণপাড়া-বুড়িচং সহ বন্যা কবলিত এলাকায় শুকনো খাবর বিতরণ করা হয়েছে। তার-ই ধারাবাহিকতায় শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড ভাটপাড়া মাস্টার বাড়ি এলাকায় বান বাসীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
 



শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় বন্যায় পানিপন্দি হওয়া প্রায় পাঁচশত পরিবারের মাঝে এই রান্না করা খাবার তুলে দেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
 

বৃদ্ধ নারী-পুরুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত ছুটে আসেন সাবেক মেয়র মনিরুল সাক্কু পাশে।
 



এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকল মা বোনদের কে জড়িয়ে ধরে বলেন আপনাদের পাশে আমি সাক্কু অতীতে ছিলাম এখন আছি-ইনশাআল্লাহ্ আগামী দিনগুলোতে ও থাকবো।
 



তিনি বলেন আমাদের এই উপহার অব্যাহত থাকবে। আমি এখানে ত্রাণ দিতে আসি নাই আমি আমার পাশের মা-বাবা ভাই বোনদের জন্য উপহার নিয়ে এসেছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫