আগামীকাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা শুরু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কীভাবে দেশের চলমান পরিস্থিতি উন্নত করা যায়―এ ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা শুরু করা হবে।
বৈধ-অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হবে। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ করতে প্রথমেই মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই পথেই এগুবে সরকার। এ সময় আসন্ন দুর্গুপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করণের আশ্বাসও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা রয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করে তোলা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫