|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ণ

আরাকান আর্মির দখলে মংডু, জান্তা জেনারেলসহ আটক শতাধিক সেনা


আরাকান আর্মির দখলে মংডু, জান্তা জেনারেলসহ আটক শতাধিক সেনা


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

দীর্ঘ ৫৫ দিনের তীব্র লড়াই শেষে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর সম্পূর্ণ দখল করেছে আরাকান আর্মি। এই অভিযানে মিয়ানমার সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ শতাধিক সেনা সদস্যকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেক রোহিঙ্গা যোদ্ধাও রয়েছেন বলে জানা গেছে।
 

১১ ডিসেম্বর, বুধবার, মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, আরাকান আর্মি (এএ) ঘোষণা করেছে যে, তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংডু শহরের শেষ জান্তা ঘাঁটি গত রোববার দখল করেছে। এ সময় মিয়ানমার সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ শতাধিক সরকারি সেনাকে বন্দি করেছে তারা।
 

এদিকে, মংডুর শেষ জান্তা ঘাঁটিটি দখল হওয়ার পর, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় ২৮০ কিলোমিটার এলাকা এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এই ঘাঁটিটি আগেও পরিচালিত হতো আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ), এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর রোহিঙ্গা মিলিশিয়াসহ ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে।
 

আরাকান আর্মি দাবি করেছে, তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াই শেষে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে। এ সময় বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংঘর্ষে ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা।
 

ঘাঁটি দখলের পর সরকারি সেনা সদস্যরা পালিয়ে গেলেও, অন্তত ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আরাকান আর্মি আটক করে। ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘণ্টা আগে, ভিতরে আটকে থাকা জান্তা সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে তারা জান্তা নেতার কাছে তাদের উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছিল। ভিডিওতে সরকারি সৈন্যরা বলেন, তারা তিন মাস ধরে ঘাঁটিতে আটকে আছেন, কিন্তু তবুও জান্তা নেতারা তাদের উদ্ধার করার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
 

ইরাবতী জানাচ্ছে, ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী হামলার জন্য কুখ্যাত। এছাড়া, তিনি রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের অভিযোগেও অভিযুক্ত।
 

আরাকান আর্মি, ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ বন্দি জান্তা সৈন্যদের ছবি এবং ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ প্রকাশ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫