বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা প্রেস নিউজ
দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার দাবিতে আন্দোলন চরমে উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে অংশ নিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই আলটিমেটাম দেন। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সরকার এই দাবি না মানে, তাহলে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫