|
প্রিন্টের সময়কালঃ ২৩ আগu ২০২৫ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০২:৪৬ অপরাহ্ণ

বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন পলাশ


বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন পলাশ


দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ অসহায় হয়ে পড়েছে ভয়াবহ বন্যায়। বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন।বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশ। সেখানে ২৭ জন ভলানটিয়ার পলাশের ডাকবক্সের কাজ করছে। 


এ সম্পর্কে পলাশ বলেন, সবাই ত্রাণ দিচ্ছে শুকনো খাবার। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিস্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি। নিজেরা রান্না করে হাজারের কাছাকাছি মানুষকে খাইয়েছি। আগামী তিনদিন এভাবে চলবে। এর আগে আমার ভলানটিয়াররা ফেনীতে ছিল, এখন তারা কাজ করছে নোয়াখালীতে।


রান্না করা খাবার কেন এমন প্রশ্নে পলাশ বলেন, প্রতিবার রান্না করে খাওয়ানো হচ্ছে ২৫০/৩০০ জনকে। শুকনা খাবার তো তারা পাচ্ছেই। ভারী বা ঘরের খাওয়ার স্বাদটা যেন পায়, সেই চেষ্টা রাখা হচ্ছে। এর আগে এতিমখানায় ইফতারি দিয়েছি।

 

পলাশ জানান, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। তিনি বলেন, বন্যার  পানি নেমে যাওয়ার পরে সবচেয়ে বেশি রোগবালাই ছড়ায়। নারী শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমার ভাবনা সেদিকেও রয়েছে। বন্যা পরবর্তীতেও আমি ও আমার টিম সক্রিয় থাকবে। পলাশ জানান, খুব বেশি মানুষ জানেনা তার এই ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর কথা। তাই যেসব কার্যক্রম চলে ৮০ শতাংশের অর্থায়ন তিনি করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন সেটা গ্রহণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫