|
প্রিন্টের সময়কালঃ ২২ মে ২০২৫ ০৮:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ণ

তৃতীয়বারের মতো আয়োজিত হলো শক্তি+ মা দিবস কুইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান


তৃতীয়বারের মতো আয়োজিত হলো শক্তি+ মা দিবস কুইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান


বিশেষ প্রতিবেদক:- 

 

"মা"—মাত্র একটি শব্দ, কিন্তু এর গভীরতা পরিমাপের নয়। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, অসীম মায়া আর অকৃত্রিম স্নেহ। একজন মা-ই সবচেয়ে ভালো বোঝেন তাঁর সন্তানের চাহিদা, পুষ্টি, মানসিক ও শারীরিক বিকাশ এবং জীবন গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
 

এই মায়ের প্রতি সম্মান জানিয়ে ও মাতৃত্বের গুরুত্ব তুলে ধরতে শক্তি+, টগুমগু এবং গুফি'র সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটি ছিল এই আয়োজনের তৃতীয়বারের মতো আয়োজন
 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয় রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা বীথি। এতে মাতৃত্ব উদযাপন ও শিশু বিকাশে পুষ্টি ও প্যারেন্টিংয়ের গুরুত্ব নিয়ে নানা আলোচনার পাশাপাশি ছিল নানা রঙিন পরিবেশনা।
 

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন,
 

“শিশুর বিকাশে মায়ের ভূমিকা অপরিসীম। একজন সচেতন মা যদি সন্তানের পুষ্টি ও যত্নে মনোযোগী হন, তাহলে একটি সুস্থ ও গঠনমূলক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”


বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার মহুয়া মায়েদের জন্য প্রয়োজনীয় পুষ্টি জ্ঞান নিয়ে আলোচনা করেন, আর প্রমিসেস মেডিকেল লিমিটেড-এর কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট নুজহাত ই রহমান আনন্দময় প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
 

অনুষ্ঠানে শিশুদের মাতিয়ে রাখে শক্তি+ মাসকট লায়নের পারফরম্যান্স, ছিল কুইজ বিজয়ীদের জন্য আকর্ষণীয় লটারি ড্র এবং পুরস্কার বিতরণ। কুইজে শীর্ষ ১০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় মেগা পুরস্কার স্পন্সর হিসেবে ছিল Sea PearlBonolata
 

এছাড়াও পুরো আয়োজনজুড়ে ছিল—

  • শিশুদের জন্য কিডস জোন ও পাপেট শো

  • অভিভাবকদের জন্য ফটোসেশন

  • বিনোদনমূলক নানা আয়োজন

সব মিলিয়ে এটি ছিল শুধুই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং মা ও সন্তানের মাঝে ভালোবাসা, সচেতনতা ও দায়িত্ববোধের এক অনন্য উদযাপন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, এবং Light of Hope-এর সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫