|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুলাই ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ মে ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ণ

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন আপাতত স্থগিত


সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন আপাতত স্থগিত


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চার দিনের কর্মসূচির পর মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামীকাল (বুধবার) সচিবালয়ে পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দোলনরত কর্মচারীরা পাঁচজন সচিবের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, “কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক হবে। এ কারণে আপাতত আন্দোলন স্থগিত রাখতে বলা হয়েছে।”
 

বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখছি। তবে যদি দাবি মানা না হয়, তাহলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন শুরু হবে।”
 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেন।
 

সরকার গত রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ জারি করে। এরপর টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। অধিকাংশ কর্মচারী নিজ নিজ দপ্তর ছেড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫