|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০৯:৩২ অপরাহ্ণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার


উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার


ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার, কক্সবাজার:-


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

জানা যায়, এই অস্ত্র গুলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা'র) ফেলে যাওয়া।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক -কে/৬ এফডিএমএন সদস্য শুক্কুর এর বাড়ির সামনে থেকে এসব অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদে জানা যায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল ক্যাম্প-১৮ এলাকায় অবস্থান করছে। এ খবরে পুলিশের একটি বিশেষ টিম এফডিএমএন সদস্য শুক্কুরের বসতঘরের সামনে পোঁছালে আরসার লোকজন এসব অস্ত্র রেখে পালিয় যায়। পরে পুলিশের একটি টিম অস্ত্র-গুলি ও গ্রেনেড উদ্ধার করে।

এর আগেও শনিবার উখিয়া পালংখালী থেকে অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনী।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫