|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর


কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর


ঢাকা প্রেস নিউজ

 

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডি আর কঙ্গো) তে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছে। তবে, এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

আইএসপিআর জানায়, ডিআর কঙ্গোতে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
 

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ সেনাসহ মালাউয়ির তিন এবং উরুগুয়ের একজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫