মুক্তিযোদ্ধাকে হেনস্তা করার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে তাদের সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম, নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা না হওয়ায় গ্রেপ্তারকৃতদের সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫