|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৫ ১০:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ০৫:১২ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদ নতুন কমিটি গঠন।


সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদ নতুন কমিটি গঠন।


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-



আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলা শাখার  পূর্ববর্তী বছরের আয়-ব্যয় হিসাব প্রদান ও নতুন কমিটি গঠন উপলক্ষে গত ৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে বিকেল ৪ ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।


 



উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা বাবু জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ডাক্তার কমল কদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড  পৌরসভা বিএনপি'র আহ্বায়ক  মোঃজাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও  কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপি'র সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার নাথ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথ, সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগর। শ্রী অমলেন্দু কনকের সঞ্চালনায় দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে  সম্পন্ন করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সার্বিক আলোচনার পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,সাংগঠনিক সম্পাদক পুজন দে নতুন কমিটিতে মনোনীত করা হয় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড  পৌরসভা শাখার সভাপতি সুজন মল্লিক (ভজন), সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোহন পাল  নতুন কমিটিতে মনোনীত করা হয়। উভয়ী কমিটি অন্যান্য পদের নেতৃবৃন্দ কে মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ তাদের আলোচনায় সবাইকে সজাগ থেকে বিগত বছরের তুলনায় আরো বড় আয়োজনের মাধ্যমে এবারের উৎসব উদযাপনের জন্য পরামর্শ প্রদান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫