|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুলাই ২০২৩ ০১:৫৪ অপরাহ্ণ

চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড়


চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড়


য়ংকর ঝড়ের সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। চীন ও ভিয়েতনামের বিভিন্ন এলাকায় বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রচুর বিমান ও ট্রেন বাতিল করা হয়েছে।

চীনের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতে এই ঝড়গুয়াংডং প্রদেশে আছড়ে পড়েছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৬ কিলোমিটারের বেশি। গুয়াংডং ও হাইনান প্রদেশে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।


সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, দুই লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ছোট-বড় জলযানের পাশাপাশি হেলিকপ্টার করেও মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সমুদ্রতীরের সব রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, তালিম এবার দক্ষিণ চীন সাগরের দিকে গেছে এবং পরে চীনের আরেকটি প্রদেশে তা আছড়ে পড়তে পারে। এর ফলে চকিত বন্যাও আসতে পারে।

ভিয়েতনামে ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের বলা হয়েছে, দ্বীপ থেকে চলে আসতে। সরকার জানিয়েছে, প্রবল বন্যা হতে পারে। মানুষ যেন সতর্ক থাকে। প্রচুর বিমান বাতিল করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫