মাগুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের মৃত্যু

ঢাকা প্রেস
মাগুরা প্রতিনিধি:-
মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় সোমবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সানি (২১) ও মুহিব (১৯) নামের দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। আরেক যুবক বোরহান (২১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত সানি ও মুহিব একই গ্রামের বাসিন্দা। তারা জেলা সদরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের মোটরসাইকেল একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫