|
প্রিন্টের সময়কালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

পুড়ল ১৮টি গাড়ি, গ্রামীণ ব্যাংকের স্থাপনায় অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অবরোধ


পুড়ল ১৮টি গাড়ি, গ্রামীণ ব্যাংকের স্থাপনায় অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অবরোধ


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস


 

শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতায় গত আট দিনে আগুনে দগ্ধ হয়েছে মোট ৫৭টি যানবাহন। এর মধ্যে রোববার মধ্যরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ১৮টি গাড়ি পুড়ে যায়। মানিকগঞ্জে অগ্নিদগ্ধ এক চালকের মৃত্যুর মধ্য দিয়ে এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন—দুইজন আগুনে দগ্ধ হয়ে এবং একজন পানিতে ডুবে।
 

সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রামীণ ব্যাংকের চারটি শাখা ও একটি ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। চার জেলায় সড়কে গাছ ফেলে তৈরি করা হয়েছে অবরোধ। রাজধানী থেকে ২৫, নারায়ণগঞ্জ থেকে ১২ এবং যশোরের অভয়নগর থেকে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


মানিকগঞ্জে দগ্ধ চালকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) সোমবার সকাল ৯টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর ছেলে সুমন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হবে।


দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগ

  • সিলেট নগরীর আখালিয়া এলাকায় রোববার রাত দেড়টার দিকে গ্যারেজে থাকা ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এটি নাশকতা হিসেবে তদন্ত করা হচ্ছে।

  • ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে কর কার্যালয়ের সামনে একটি বাসে রোববার রাত ২টায় অগ্নিসংযোগ করা হয়।

  • কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।

  • কিশোরগঞ্জে ভোররাতে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ঘটে।

  • কালিয়াকৈরে মাটি কাটার ভেকুতে আগুন দেওয়া হয়।

  • সাভারে আশুলিয়া এলাকায় মিনিবাসে এবং চট্টগ্রামের পতেঙ্গায় জেএম প্লান্টের সামনে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

  • ঢাকার ধামরাইয়ে রোববার রাত সোয়া ১০টার দিকে ডি-লিংক পরিবহনের স্থির থাকা বাসে আগুন লাগানো হয়।


গ্রামীণ ব্যাংক ও অন্যান্য স্থাপনায় হামলা

  • কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ; একজনকে আটক করা হয়েছে।

  • বগুড়ার ধুনটে রোববার রাত ৩টায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখায় আগুন দেওয়া হয়।

  • গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক–২-এ ককটেল নিক্ষেপ ও সাইনবোর্ডে আগুন লাগানো হয়।

  • পটুয়াখালীর ডিবুয়াপুর শাখায় পেট্রল ব্যবহার করে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানো হয়।

  • চট্টগ্রামের সদর সার্কেলে বাদশা মিয়া সড়কের ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।


সড়কে অবরোধ

  • পাবনার ঈশ্বরদীতে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কে ট্রাকভর্তি বালু ফেলে রোববার রাত ২টায় রাস্তা অবরোধ করা হয়, ফলে প্রায় ৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

  • একই সড়কে গাছ কেটে ও আগুন লাগিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়।

  • কিশোরগঞ্জ–গাজীপুর সড়কে পাকুন্দিয়ায় রোববার রাতে গাছ ফেলে বাধা সৃষ্টি করা হয়।

  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।

  • চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার ভোর ৪টায় রেললাইন ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।


মশাল মিছিল, ককটেল ও পেট্রোল বোমা

  • পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নে রোববার মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করে।

  • রাজধানীর মৌচাক ও মিরপুর-১ নম্বরে সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটে।

  • রোববার রাত সাড়ে ৩টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাঁচটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

    (তথ্য সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, জেলা ও উপজেলা প্রতিনিধি)


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫