|
প্রিন্টের সময়কালঃ ০২ নভেম্বর ২০২৫ ০৪:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ণ

অদক্ষ শাসনই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ: অজিত দোভাল


অদক্ষ শাসনই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ: অজিত দোভাল


ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল “অদক্ষ ও দুর্বল শাসন।”
 

গতকাল শুক্রবার ভারতের ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ‘সুশাসন ও জাতি গঠন’ বিষয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দোভাল বলেন, “জাতি গঠনের প্রক্রিয়া ও একটি দেশকে নিরাপদ রাখার ক্ষেত্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
 

প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে দোভাল বলেন, “ইতিহাস বলছে—বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র কিংবা গণতন্ত্র—সবকিছুর উত্থান ও পতনের মূলে রয়েছে শাসনের গুণগত মান। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে অসাংবিধানিক উপায়ে সাম্প্রতিক সরকার পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই প্রতিফলন।”
 

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাঁর দল আওয়ামী লীগের কর্মীদের আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন, তখনই দোভালের এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
 

অজিত দোভাল আরও বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—যে রাষ্ট্র অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনে ভোগে, তার স্থায়িত্ব থাকে না। কার্যকর শাসনই একটি দেশের নিরাপত্তা, স্থিতি ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রধান চাবিকাঠি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫