|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 


সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 


আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-



সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।তাতে আগামী তিন বছরের জন্য জেলা কমিশনার অধ্যক্ষ মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মো.আবু তালের নির্বাচিত হন।

 

শনিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিলের সভা। 
 

বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চালনায় ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগীয় রোভার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মো. শরিফউদ্দীন,লিডার ট্রেনার প্রফেসর মো. মনিরুজ্জামান,সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি মো.আজিজুর রহমান,জেলা মুক্তা রোভারের পল্টু বাসার,জেলা রোভারের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, 
 

সভার শুরুতে জেলা রোভারের গত ত্রৈ-বার্ষিক কার্যবিবরণী ও আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
 

সভায় সর্বসম্মতিক্রমে কমিশনার হিসাবে সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম,সহ সভাপতি পদে দিবা নৈশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান,কোষাধ্যক্ষ পদে ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী আব্দুস সবুর,সাধারণ সম্পাদক পদে খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো.আবু তালেব, যুগ্ম সম্পাদক মৌসুমি মৌমিতা বর্ণা,জেলা রোভারের মুক্ত দলের সভাপতি পল্টু বাসার, কপোতাক্ষ মুক্ত রোভার স্কাউটের আখুঞ্জী সেলিম রেজা।


 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫