|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৬:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ

ঢাকায় এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প


ঢাকায় এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প


রাজধানী ঢাকায় এক মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৩.৭ ও ৪.৩।
 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটে ভূমিকম্পের এই ধাক্কা অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয়ের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবারের এই ভূমিকম্পগুলো আগের দিনের ধাক্কার আফটারশক হতে পারে।
 

এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
 

এছাড়া, শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫