ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সোনাহাট সেতুর পশ্চিম পাড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী রাস্তার দুধকুমর নদের ওপর প্রায় ১৪০ বছর আগে নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সেতুর ওপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রাকে ৫ টনের বেশি পাথর পরিবহন না করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে ট্রাকগুলোতে ৬ থেকে ৭ মেট্রিক টন পাথর পরিবহন করা হচ্ছিল।
এই তথ্য পাওয়ার পর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬.৫ মেট্রিক টন পাথরবোঝাই (মেসার্স সম্রাট ট্রেডার্স) একটি ট্রাক আটক করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখযোগ্য যে, রোববার অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। এতে সারা দিনব্যাপী সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, “পাঁচটি ইউনিয়ন ও সোনাহাট স্থলবন্দরের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতুটি বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। সেতুটি সচল রাখতে প্রয়োজনীয় সব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫