সমন্বিত খামারে ‘তাই ওয়ান কিং’ পেঁপেতে বাম্পার ফলন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার শিক্ষার্থী রাকিবুল ইসলাম নিজস্ব দুই একর জমিতে গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। আধুনিক কৃষি প্রশিক্ষণ নিয়ে খামারের অর্ধেক জমিতে ‘তাই ওয়ান কিং’ জাতের পেঁপে চাষ করে তিনি পেয়েছেন বাম্পার ফলনের সম্ভাবনা। প্রায় পাঁচ শতাধিক গাছ থেকে ১০ থেকে ১২ হাজার কেজি পেঁপে উৎপাদনের আশা করছেন তিনি।
রাকিবুল ইসলাম (২১) রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের কৃষক নজরুল ইসলামের ছেলে এবং সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রজেক্টের সহায়তায় সমন্বিত খামার গড়েছেন, যেখানে রয়েছে পেঁপে বাগান, মাছ চাষ, হাঁস পালন, সুপারি চারা রোপণ এবং জৈব সার উৎপাদনের ব্যবস্থা।
তিনি বলেন, “প্রায় পাঁচ মাস আগে পাঁচ শতাধিক ‘তাই ওয়ান কিং’ জাতের পেঁপের চারা রোপণ করি। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষি উপ-সহকারী সোহানা আপার নিয়মিত পরামর্শে গড়ে ওঠা বাগান থেকে এখন পেঁপে কর্তন শুরু করেছি। প্রত্যেক গাছ থেকে ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত ফলন আশা করছি।”
পুকুরপাড়ে মালচিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের সবজি। খামারে রয়েছে প্রায় ৪,৫০০-৫,০০০ সুপারি চারা, দেড় শতাধিক দেশি জাতের হাঁস এবং প্রায় ৭৫ শতাংশ পুকুরে মাছ চাষ করা হচ্ছে, যার পরিমাণ প্রায় ২০ মণ।
রাকিবুল জানান, সমন্বিত খামারে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। সঠিকভাবে বাজারজাত করতে পারলে সবমিলিয়ে ৬ থেকে ৯ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাইফুন্নাহার সাথী জানান, স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাকিবুলকে মডেল হিসেবে গড়ে তুলতে উৎসাহ ও সহায়তা দেওয়া হয়।
এসএসিপি-রেইনস প্রজেক্টের বিভাগীয় কর্মকর্তা কৃষিবিদ ড. নজরুল ইসলাম বলেন, “রাকিবুল ইসলাম একজন তরুণ সফল কৃষক। তিনি শুধু পেঁপে বাগানই করেননি, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শুরু করেছেন, যা নিজে ব্যবহার করছেন ও বিক্রিও করতে পারবেন। আমরা তাকে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সাথেও সংযুক্ত করেছি। তার এই মডেল খামার দেখে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হলে তা দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫