|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৪ ০৬:৫৫ অপরাহ্ণ

ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবের উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ


ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবের উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ


ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব লিঃ  শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির আওতায় ক্লাবের সদস্যরা দরিদ্র ও অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।

ক্লাবের সদস্যদের একটি দল  প্রথমে উত্তরার বিভিন্ন  সড়ক এবং মহল্লায় দরিদ্র এবং ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন। ক্লাবের সদস্য মুজিবুর রহমান শ্যামল জানান  , “আমরা  আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সমাজের  সামর্থবান ব্যাক্তিদের সচেতন করতে চাই । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো শীতার্তদের কষ্ট লাঘব করতে পারবেনা তবু আমরা তাদের জন্য এগিয়ে আসতে চাই। আমরা আশা করি, বিতরণ করা কম্বলগুলো শীতার্থদের যতটা উষ্ণতা দেবে। তার চেয়ে অনেক বেশি আমাদেরকে  মানবিক প্রশান্তি দেবে”

ক্লাবের সদস্যরা পরবর্তীতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। তারা রাস্তার পাশে বসবাসকারী, ভিক্ষুক ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫