|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৮:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর অভিযোগ


কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর অভিযোগ


ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 


৫২ লাখ টাকা নিয়ে জমির দখল বুঝিয়ে না দিয়ে পালিয়ে যাওয়া কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোঃ রোকন উদ্দিনের বিরুদ্ধে (১৯-১০-২০২৪) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

জমি বিক্রির পর জমির দখল বুঝিয়ে না দেয়া প্রতারণা, শক্তি প্রদর্শন সহ ৫২লাখ টাকা আত্নসাৎদের অভিযোগ করে বিচার দাবীতে মানব বন্ধন করেছেন কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে র  কাশারী পট্টি ও কাটাবিল এলাকার ভুক্তভুগি জনগণ।

 

১৯ অক্টোবর সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য রাখেন ইশরাত কবীর নিশাত নামের এক মহিলা। তিনি  সাংবাদিকদের বলেন রোকন তার দখলিয় একটি বিল্ডিং এর কিছু অংশ প্রবাসী জালাল উদ্দিনের কাছে বিক্রি করেন বিক্রির পর টাকা বুঝেপেয়েও জমির রেজিস্ট্রি ও  জমির দখল বুঝিয়ে না দিয়ে উল্টা ধমকি হুমকি দিয়ে গাঢাকা দিয়েছেন। এমতাবস্থায়  উপায়ান্তর না পেয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি প্রতারণার  মামলা করেছেন।  মানববন্ধন চলাকালে অভিযোগ করে আরো বক্তব্য রাখেন  নারগিস কবীর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫