টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ
ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-
মালয়েশিয়ায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা ওঠার পর, উদ্বোধনী দিনের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ নেপাল।
শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা, আলিশা যাদব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫