পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা প্রেস,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর দুই মামার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জমির মালিক দাবিদার সুদীপ্ত কুমার বর্মণ (সঞ্জয়), মো. হুমায়ুন কবির সরদার, মো. হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘোরামীসহ বর্গাদার হিরন্ময় মণ্ডল, বিধান বর্মণ ও কৃষ্ণপদ বর্মণ।
বক্তারা জানান, গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজায় অবস্থিত ৩২ বিঘা জমি ২০১৮ সালে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর মামারা, আয়ুব খান ও আবুল কালাম, জোরপূর্বক দখল করেন। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর জমিটি পুনর্দখল করে সেখানে আমন ধান চাষ করা হয়। তবে সম্প্রতি ওই পাকা ধান কেটে নেওয়ার চক্রান্ত করছেন আয়ুব খানরা।
এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক এম এম শহিদুল ইসলাম। আমরা ১১ জন বর্গাচাষি হিসেবে সেখানে চাষ করি। কারা এবং কেন মানববন্ধন করেছে, তা তারাই জানে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫