বন্দর-ইপিজেড, পতেঙ্গায় ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বন্দর-ইপিজেড, পতেঙ্গায় ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫৪তম বিজয় দিবস উদযাপন করেছে ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি। অনুষ্ঠানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, পথসভা, বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের নেতৃত্বে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোঃ হাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ডাঃ রিপন কান্তি দেবনাথ, উপদেষ্টা সদস্য কে এম শহীদুল ইসলাম, নওয়াব আলী পাঠান, সহ-সভাপতি ডাঃ সানু দাশ, অর্থ সম্পাদক ডাঃ আব্দুর রহিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ মোঃ কামাল হোসেন, শিক্ষা বার্তা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক ডাঃ মিজানুর রহমান কামাল এবং নির্বাহী সদস্য ডাঃ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা স্বাধীনতার মহানায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫