|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৪ ০২:৩৭ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী


মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী


                                                                                                   ছবি: সংগৃহীত


ঢাকা প্রেসঃ

২১ মে:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যা ভিসানীতি ঘোষণা করেছে তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আজিজ কে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স-এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি। এটি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অব দ্য ইউএস এর আওতায়।

জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা ৭০৩১ (সি) অব দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশনস, অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস এপ্রোপিয়েশনস অ্যাক্ট এর অধীনে দেওয়া হয়েছে।

ড. মোমেন আরও বলেছেন, বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে।

তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে একসাথে কাজ করছে সরকার।

নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ সরকারকে আগে জানানো হয়েছে কি না জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল।

এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, এটি আর্মির বিষয়। সেনা বাহিনীর বিষয় যেহেতু তাই এখন এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫