ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাদাত হোসেনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে।
তবে তিনি আরও জানান, ঠিক কোথা থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার মাথার চুল কেটে মারধরের ঘটনায় শাহাদাত হোসেন ব্যাপক সমালোচনায় আসেন। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বড় ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি পুনরায় আলোচনায় উঠে আসেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫