|
প্রিন্টের সময়কালঃ ২২ মে ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ণ

মামলা থেকে অব্যাহতির আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা


মামলা থেকে অব্যাহতির আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা


মানিকগঞ্জ প্রতিনিধি:-

 

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। মামলা থেকে অব্যাহতি দেওয়ার মিথ্যা আশ্বাসে অর্থ আদায় এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বুধবার সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার উত্তর সেওতা এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মেহেরাব খান এবং শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু। তারা উভয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
 

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানিকগঞ্জ নিউজ’, ‘AMRAI MANIKGANJ’, ‘আমাদের প্রাণের মানিকগঞ্জ’ এবং ‘টাঙ্গাইলের সব খবর’ নামে কয়েকটি ফেসবুক পেজের অজ্ঞাত অ্যাডমিনদের সঙ্গে যোগসাজশে মেহেরাব ও রাজু জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান ওরফে সাব্বিরের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আনিসুরকে প্রাণনাশের হুমকি দেন।
 

এই ঘটনায় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ তদন্তে চাঁদা দাবির প্রমাণ পায়। এরপর আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী আনিসুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক ওমর ফারুক বলেন, “মেহেরাব ও রাজু পূর্বে আমাদের সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছিলেন, তবে তারা পরে পদত্যাগ করেন। যদি তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
 

সদর থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীসহ আরও বেশ কয়েকজনের কাছ থেকে মামলা থেকে অব্যাহতির কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫