|
প্রিন্টের সময়কালঃ ১২ মার্চ ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৭:২৫ অপরাহ্ণ

মুরাদনগরে ৮ মামলার আসামী বিপুল দেশীয় অস্রসহ গ্রেফতার


মুরাদনগরে ৮ মামলার আসামী বিপুল দেশীয় অস্রসহ গ্রেফতার


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-


৬/১১/২৪ বিপুল পরিমাণ দেশীয় অস্রসহ ৭ মামলার আসামি আলমগীর হোসেন(৬০) ও তার ছেলে ফয়সাল হোসেনকে গ্রেফতার যৌথ বাহিনী।  আলমগীর হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন হোসনাবাদ গ্রামের মৃতঃ সামছুল হক, নুরজাহানের ছেলে। আলমগীর হোসেন ছেলে সাজেদা বেগমের ছেলে ফয়সাল হোসেন(২০)। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে গত মঙ্গলবার হোসনাবাদ গ্রামের তার বাড়ী থেকে তাকে ও তার ছেলে গ্রেফতার করে। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে হোসনাবাদ গ্রামের যৌথ অভিযান চালানো হয়। এসময় আলমগীর হোসেন ও ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে, তাদের বাড়ী হতে ৬টি ক্যারিচ, ১টি রামদা, ১টি টেডা,  ১টি চাপাতি, ১টি ছুড়া,৮ টি লোহার পাইপ, ৫টি কোচ, ১টি টিপ চুড়ি উদ্ধার করে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানা এস আই আবু তাহের বাদী হয়ে অস্র আইনের একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬, তারিখ-৫/১১/২০২৪। বাঙ্গরা বাজার থানা আলমগীর হোসেন নামে ৭মামলা রয়েছে। যৌথ অভিযান নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনীর মেজর ইস্কান্দার, ক্যাপ্টেন সাাঈদ, বাঙ্গরা বাজার থানা ওসি সালাউদ্দিন আল মাহমুদ,  এসআই আবু তাহেরসহ পুলিশের একটি চৌকস দল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫