|
প্রিন্টের সময়কালঃ ২৭ নভেম্বর ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৫ ০৬:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ


কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 



 

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, বিএনপি নেতা মতলেবুর রহমান, জাহিদ হোসেন, আতাউর রহমান, মশিউর রহমানসহ অন্যান্য বক্তারা।
 

বক্তারা বলেন, “আব্দুল খালেক শুধু একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। বিএনপির প্রতিকূল সময়ে তিনিই তৃণমূল সংগঠনকে ধরে রেখেছেন।”
 

তারা আরও দাবি করেন, “ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দেওয়া মানে জনগণের রায়কে অস্বীকার করা।”
 

বক্তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি অবিলম্বে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।
 

পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি বিক্ষোভ র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫