ঢাকায় একদিনে ৯৬২ মামলা, ৩৯ লাখ টাকা জরিমানা করল ট্রাফিক পুলিশ

ঢাকা প্রেস-
বার্তাকক্ষ-
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ৯৬২টি মামলা দায়ের করেছে এবং প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে ৮৩টি গাড়ি ডাম্পিং এবং ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে। এছাড়াও, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৬২টি মামলা দায়ের।
প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৮৩টি গাড়ি ডাম্পিং এবং ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫