|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

কুড়িগ্রামে ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 


কুড়িগ্রামে ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের উলিপুরে ১০ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল মিয়া (২৪) নামে এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। 

 

অভিযুক্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ ফকিরপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ওইদিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চৌমনী বাজার এলাকায় ওই ছাত্রীকে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে দুলাল মিয়া। একপর্যায়ে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে যুবক দুলালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সততা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত যুবককে রাতেই কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫