ঝিনাইদহে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

ঢাকা প্রেস
ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাড়ানো নজরদারির সময় এই অভিযান চালানো হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আটকদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী এবং একজন দালালের সহযোগী রয়েছেন। বাকিরা বাংলাদেশি।”
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫